বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যুক্তরাষ্ট্রে ৪৮ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৪১ বার পঠিত

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাস আবার জেকে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক থেকে শুরু করে কয়েকটি রাজ্যে সংক্রমণ কমলেও বেড়েছে অন্যান্য রাজ্যগুলোতে। তাতে দৈনিক আক্রান্তের সংখ্যাও বাড়ছে রেকর্ড গতিতে। গেল দুইদিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৭৩ জন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার সেখানে আক্রান্ত হয়েছিল ৭০ হাজার ৬৭৪ জন। আর শুক্রবার আক্রান্ত হয়েছে রেকর্ড ৭৭ হাজার ৪৯৯ জন। অর্থাৎ দুইদিনেই ৭০ হাজারের অধিক আক্রান্ত হয়েছে সেখানে। গড় ৭৪ হাজার ৮৬!

শনিবারও (১৮ জুলাই) আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী সেখানে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এদিন আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৩১ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ২৫ হাজার ৪৩ জন। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মারা গেছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৪২ হাজার ৭৭৪ জন। যা বিশ্বের মোট মৃতের প্রায় চার ভাগের এক ভাগ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে ৬ লাখ ৩ হাজার ২ জন। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪৩৬ জন। এ পর্যন্ত সেরে উঠেছে ৮৫ লাখ ৭২ হাজার ৬২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com