আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হাইপারসনিক পরমাণু অস্ত্র ও সাগরের তলদেশে কাজ করতে সক্ষম পরমাণু ড্রোন দেওয়া হবে তাদের, খবর কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার।
এখনও এসব অস্ত্র সরবরাহ করা হয়নি। জানা গেছে, সাবমেরিনে বহনযোগ্য পসিডন পরমাণু ড্রোন পাবে নৌবাহিনী এবং জাহাজের জন্য দেওয়া হবে জিরকন হাইপারসনিক ক্রুস মিসাইল।
শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন এসব অস্ত্র রাশিয়ান নৌবাহিনীকে অন্য যে কোনও দেশের চেয়ে শক্তিশালী করে তুলবে বিশ্বাস পুতিনের। রোববার (২৬ জুলাই) সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়া পরিদর্শনে গিয়ে রাষ্ট্রপতি বলেছেন, তাদের নৌবাহিনীর সামর্থ্য বাড়ানো হচ্ছে এবং এই বছর ৪০টি নতুন যুদ্ধজাহাজ পাবে তারা।
তবে কখন তারা হাইপারসনিক অস্ত্র পাবে তা স্পষ্ট করেননি পুতিন। কিন্তু শিগগিরই তা সরবরাহ করা হবে জানান তিনি।
গত বছর ইউরোপে যুক্তরাষ্ট্র মধ্যমাত্রার পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করলে জাহাজ ও সাবমেরিনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করার হুমকি দিয়েছিল পুতিন, যা মার্কিন জলসীমায় আঘাত হানতে সক্ষম। অবশ্য আমেরিকা তা করেনি, কিন্তু দুশ্চিন্তা রয়েই গেছে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের।