রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

প্রাইভেটকারচাপায় স্কুলছাত্রের নিহতের মামলায় মালিক-চালক রিমান্ডে

  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় প্রাইভেটকারচাপায় আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আবুল কালাম আজাদ ওরফে শান্ত নিহতের ঘটনায় করা মামলায় গাড়ির মালিক আব্দুল আজিজ ও চালক মো. শাকিলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর ক্যান্টনমেন্ট থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইসিবি চত্বর এলাকায় প্রাইভেটচালক শাকিল তার সামনের সিটে বসা গাড়ির মালিক আব্দুল আজিজের সহযোগিতায় বেপরোয়া ও দ্রুত গতিতে প্রাইভেটকার চালিয়ে একজন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেল আরোহী সামান্য আহত ও মোটরসাইকেলের সামান্য ক্ষতি হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনসহ আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আবুল কালাম আজাদ ওরফে শান্ত ওই প্রাইভেটকারটি থামানোর চেষ্টা করেন।

প্রাইভেটকারচালক আরও বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালানোর চেষ্টাকালে ইসিবি চত্বরের আর্মি মার্কেটের সামনে শান্তকে সজোরে ধাক্কা দেয়। স্কুলছাত্র শান্ত পড়ে গিয়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন শান্তকে চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাইভেটকারটি আটক করে। এ ঘটনায় শুক্রবার ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com