শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজলের জয়জয়কার গাজীপুরে জব্দ করা অবৈধ চিনি পেল এতিমরা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল) আইপিএলের মাঝে দল ছেড়ে ‘পালালেন’ অশ্বিন, পাওয়া গেল জঙ্গলে! প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া দক্ষিনখানে ১৪ বছরের রায়হানকে হত্যাচেষ্ঠা,মামলার ১৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী উত্তরার সাংবাদিকদের সহিত তুরাগ থানার ওসি’র মতবিনিময় লালমাই ফসলি জমির মাটিকাটার নিউজ করতে গিয়ে হুমকির মুখে সংবাদকর্মী থানায় জিডি জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত স্কোয়াডে যাদের জায়গা নিশ্চিত

অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

 

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: গত বছর অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে বলিপাড়ায় হইচই ফেলে দেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেন আশিক বানায়া আপনে অভিনেত্রী। গতকাল এ বিষয়ে নানা পাটেকরকে ক্লিনচিট দিয়েছে মুম্বাই পুলিশ।

বম্বে টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তনুশ্রী দত্ত। তিনি বলেন, ‘এটি খুবই বিরক্তিকর, কারণ নানা পাটেকর অনেকদিন ধরেই ক্লিনচিট পাওয়ার চেষ্টা করছিলেন। আমি আগেও সাক্ষাৎকারে বলেছি, সাক্ষীদের হুমকি দেয়া হচ্ছে, তারা ভীত ও জবানবন্দি না দেয়ার জন্য তাদের বিভিন্নভাবে চাপ দেয়া হচ্ছে। আমাদের দশজন সাক্ষীর মধ্যে মাত্র এক-আধজনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অন্যরা হুমকি পেয়ে আর সামনে আগায়নি।’

তিনি আরো বলেন, ‘পুলিশ বলছে তারা সুনির্দিষ্ট প্রমাণ পায়নি। বিশ্বাসযোগ্য প্রমাণ কীভাবে দেয়া হবে, যেখানে অভিযুক্ত নিশ্চিত করে রেখেছেন পুলিশের কাছে কোনো প্রমাণ যাবে না। পুলিশ যাদের জবানবন্দি নিয়েছেন তারা সবাই তার (নানা পাটেকর) বন্ধু। ওই সময় শুটিং সেটে যারা উপস্থিত ছিলেন, সেখানে সত্যিই আমার কোনো বন্ধু ছিল না। এছাড়া সাক্ষীরা কেউ কিন্তু বলেননি— সেখানে কোনো ঘটনা ঘটেনি বরং বলেছেন, তারা মনে করতে পারছেন না।’

তনুশ্রীর দাবি, যেকোনো মূল্যে নিজেকে নির্দোষ প্রমাণ করে কাজে ফিরতে চান নানা পাটেকর। এই সাবেক মিস ইন্ডিয়া বলেন, ‘আপনি যখন কোনো কিছুতে কষ্ট পাবেন, সেটি থেকেই হতাশা তৈরি হয়। এই হেনস্তার মামলা থেকে বেশি কিছু প্রত্যাশা করিনি। আমার ধারণা, নানা পাটেকর যে কোনো মূল্যে বলিউডে ফিরতে চাইছেন। আর এখন, তিনি সবকিছু থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন। সৃষ্টিকর্তার বিচারই এখন আমার একমাত্র ভরসা। লড়াই চালিয়ে যাব।’

গত সেপ্টেম্বরে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন তনুশ্রী। তার অভিযোগ, ২০০৮ সালে হর্ন ওকে প্লিজ সিনেমার একটি গানে নানা পাটেকর তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এতে তিনি এতটাই অস্বস্তিবোধ করেছিলেন যে গানটি থেকে তাকে বেড়িয়ে যেতে হয়। তনুশ্রীর এই অভিযোগের পর থেকেই বলিউডে ‘মি টু’ আন্দোলন জোরাল হতে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com