প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচারের সময় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো গ্রেফতার করা যায়নি অভিযুক্ত সুমন হোসেন ও এর সঙ্গে জড়িতদের।
সোমবার দুপুরে দেবহাটা থানা ঐ স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এর আগে, রোববার রাতে সাতক্ষীরার দেবহাটা থানার এস আই নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশ তৎপরতা চালিয়ে ঐ স্কুলছাত্রীকে দেবহাটা থানারে পদ্মশাখরা সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে।
সুমন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঢেপুখালীর আবদুস সবুর সরদারের মেঝ ছেলে। ভুক্তভোগী স্কুলছাত্রী শরীয়তপুর জেলার জাজিরা থানার বাসিন্দা ।
ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন, গত বৃহস্পতিবার সকালে মেয়ে স্কুলে পরীক্ষা দিতে যায়। কিন্তু বিকেল হলেও বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে জাজিরা থানায় জিডি করি। পরবর্তীতে পুলিশের তৎপরতায় দেবহাটা সীমান্ত এলাকা থেকে মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ গণমাধ্যমকে জানান, শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া অষ্টম শ্রেণির ছাত্রী দেবহাটা থানা এলাকায় আছে এমন সংবাদে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।