রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে আসাফোর বৈশাখী উৎসব পালিত “আইপি টিভি মুভি বাংলার সিভিল টিমের নামে দেশজুড়ে চাঁদাবাজি ও প্রায় ডজন খানেক মামলার আসামী কৌশিক গংদের গ্রেফতারের দাবীতে” সংবাদ সম্মেলন কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী নববর্ষ উদযাপন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা কুমিল্লায় ৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার জড়িত ঘাতক গ্রেপ্তার আসছে ‘বাহুবলি: ক্রাউন অব ব্লাড’ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ম্যাচ অফিসিয়াল যারা চট্টগ্রামে ‘স্বস্তির’ এক পশলা বৃষ্টি অটোরিকশা চার্জে দিতেই প্রাণ গেল যুবকের আজ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১০০ বার পঠিত

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ই’গ্রুপের ম্যাচে আজ তুর্কমেনিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩.১৫ টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।

তুর্কমেনিস্তানের বিপক্ষে শনিবারের ম্যাচে শিষ্যদের পারফর্মেন্স নিয়ে বেশ ইতিবাচক বাংলাদেশ কোচ জাভিয়ার ক্যাবরেরা। এক সংবাদ সম্মেলনে তিনি আজ বলেন, আগের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করা দলটি তুর্কমেনিস্তানের বিপক্ষেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফিফা র‌্যাংকিংয়ে শক্তিশালী তুর্কমেনিস্তান ৫৪ ধাপ এগিয়ে থাকলেও কাল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।’

শনিবার বাংলাদেশ দলের লক্ষ্য কি থাকবে, এমন এক প্রশ্নের জবাবে অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন,‘আমরা অবশ্যই জয় পাব বলে বিশ্বাস করি। এ জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের মধ্যে যেমন সাহস রয়েছে তেমনি রয়েছে আত্মবিশ্বাস। যে কারণে আমাদের ভালো সুযোগ থাকবে।’

আগের দুই ম্যাচে বাংলাদেশ দলের পারফর্মেন্স ও ফলাফলে সন্তোষ প্রকাশ করে অধিনায়ক আরো বলেন, নতুন কোচ দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে দলের চেহারা পাল্টে গেছে। যেমনটা আগে দেখা যায়নি। নতুন এই কোচ যেমন মেধাবী তেমনি খেলোয়াড়দের জন্য দারুন সহায়ক।

দুটি দলই পরাজয় নিয়ে শুরু করেছে বাছাইপর্ব। ফিফা র‌্যাংকিংয়ের ১৮৮ তম স্থানে থাকা বাংলাদেশ শক্তিশালী বাহরাইনের কাছে ২-০ গোলে হেরে গেলেও জোড়ালো প্রতিদ্বন্দ্বিতা করেছে। অপরদিকে ১৩৪ তম র‌্যাংকধারী তুর্কমেনিস্তান ৩-১ গোলে হেরেছে স্বাগতিক মালয়েশিয়ার কাছে।

১৯৮০ সালের পর বাংলাদেশ কখনো এ টুর্নামেন্টে কোয়ালিফাই হতে পারেনি। শুধু মাত্র অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বাহরাইনের বিপক্ষে আগের ম্যাচে গোলপোস্টের নিচে অসাধারান দক্ষতা দেখিয়েছেন বাংলাদেশ দলের গোল রক্ষক আনিসুর রহমান জিকো।

তুর্কমেনিস্তানের বিপক্ষে কালকের ম্যাচেও গোল রক্ষকের কাছ থেকে একই রকম পারফর্মেন্স আশা করছেন ক্যাবরেরা। তবে দলীয় আক্রমনের দিকেও জোর দিতে হবে তাকে।

কারণ ২০২২ সালে অংশ নেয়া সর্বশেষ চার আন্তর্জাতিক ম্যাচে একটি গোলও করতে পারেনি বাংলাদেশ। এ সময় চারটি গোল হজম করেছে তারা।

এর আগে মাত্র একবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২২ এশিয়ান গেমসের ওই ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করেছিল তুর্কমেনিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com