বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জয়া আহসানের ‘ফেরেশতে’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে ভূমি উপদেষ্টা:পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিম-সৈকতকে সিরিয়ায় বাস-তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত অন্তত ১২ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দলে ফিরলেন স্টয়নিস জিয়াউর রহমানের হাত ধরেই কৃষিতে বিপ্লব এসেছিল; মির্জা ফকরুল হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয় : মির্জা ফখরুল পরিবারসহ শেখ হাসিনার দুর্নীতির পৃথক ৩ মামলায় ৬ জনের সাক্ষ্য

পশ্চিমা আধিপত্য শেষ হয়ে আসছে: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৬৯ বার পঠিত

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, ইউক্রেন যুদ্ধের মধ্যদিয়ে এটা স্পষ্ট যে পশ্চিমা আধিপত্য শেষ হয়ে আসছে। কারণ রাশিয়ার হাতে হাত রেখে বিশ্বের অন্যতম পরাশক্তি হয়ে উঠছে চীন। রোববার (১৭ জুলাই) লন্ডনে একটি ফোরামে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

ইউক্রেনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগদান ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধে ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে পশ্চিমা বিশ্ব। শুধু তাই নয়, সামরিক ও মানবিক সহায়তা থেকে শুরু করে কিয়েভকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন পশ্চিমা নেতারা।

এদিকে শুরু থেকেই রাশিয়াকে সমর্থন দিয়ে আসছে বিশ্বের উদীয়মান শক্তি চীন। গত মাসেই (১৫ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে সমর্থন পূণর্ব্যক্ত করে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তার’ ক্ষেত্রে রাশিয়াকে সমর্থন দিয়ে যাবে বেইজিং।

রোববার যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার জোট বিষয়ক একটি ফোরামে ভাষণ দেন ব্লেয়ার। ‘আফটার ইউক্রেন, হোয়াট লেসন্স নাউ ফর ওয়েস্টার্ন লিডারশিপ’ শীর্ষক ওই ভাষণে পশ্চিমের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ আমাদের দেখাচ্ছে, পশ্চিমের আধিপত্য দিন দিন শেষ হয়ে আসছে। কারণ রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে চীন পরাশক্তি হয়ে উঠছে। যা গত কয়েক শতকের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি।’

ব্লেয়ার বলেন, বিশ্ব এখন ইতিহাসের এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি বা সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে তুলনীয়। কিন্তু এবার আর স্পষ্টতই পশ্চিম চালকের আসনে নেই।’

সাবেক এ ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য শেষ হয়ে আসছে। বিশ্ব এখন বাই-পোলার ও সম্ভবত মাল্টি-েপোলার ব্যবস্থার দিয়ে এগিয়ে চলেছে। আর এই শতকের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক পরিবর্তনটি আসবে চীন থেকে, রাশিয়া থেকে নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com