মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১১ বার পঠিত

নিয়ন্ত্রণে এসেছে কেরানীগঞ্জে বিসিক শিল্পনগরীর একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জের লাকিরচরে বিসিক শিল্পনগরীর প্রাইম প্যাকেজিং কোম্পানি নামের ওই কারখানায় এ আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতর শ্রমিকেরা কাজ করছিলেন। তবে কতজন শ্রমিক ছিলেন তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর একটি কারখানায় রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানাটি প্যাকেজিংয়ের। দুই তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লেগে যায়।
অতিরিক্ত বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি। রিপোর্ট এলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com