শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মেট্রোরেলে প্রথম সপ্তাহে আয় পৌনে ৪৭ লাখ টাকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ বার পঠিত

যানজটের নগরী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন মেট্রোরেল। বহুল আকাঙ্ক্ষিত এ যোগাযোগ ব্যবস্থা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওয়ে আসতে পারছেন যাত্রীরা।

২৮ ডিসেম্বর মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন গণমানুষের জন্য উন্মুক্ত হয় মেট্রোরেল। সোমবার পর্যন্ত পাঁচদিনে মেট্রোরেলের আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, পাঁচদিনে ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ টাকা। ফলে এ খাতে রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪০ টাকা।

পাঁচদিনে চার হাজার ৮০৪টি এম আরটিপাস টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের দাম ৫০০ টাকা। ফলে এ খাতে ২৪ লাখ দুই হাজার টাকা আয় হয়েছে। দুই খাত মিলিয়ে মোট টিকিট বিক্রি হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com