ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফের বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। শনিবার রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকা পড়েছে বেশ কয়েকটি ফেরি।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মাঝখানে আটকা পড়েছে ফেরি শাহ পরান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মখদুম ও হাসনাহেনা। মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে রয়েছে ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ বরকত, রজনীগন্ধা এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাট প্রান্তে রয়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ জালাল, বনলতা ও ফেরি ফরিদপুর।
রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মাঝখানে আটকা পড়েছে ফেরি বেগম সুফিয়া কামাল ও শাহ আলী। অন্য ফেরিগুলো মানিকগঞ্জের আরিচা ঘাট এবং পাবনার কাজিরহাট ঘাটে রয়েছে।
তিনি আরো বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারো ফেরি চলাচল শুরু হবে।