 
							
							 
                    চাঁদপুর সদরে যাত্রীবাহী বাসচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু এবং একজন আহত হয়।
আহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি আব্দুল রশিদ।