বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

২৯ হাজারে বিক্রি হলো পদ্মার কাতলাটি

  • আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৮৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতলা। যা বিক্রি হয়েছে ২৯ হাজার টাকায়।

রোববার (২ এপ্রিল) সকালে জেলে আনোয়ার হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, সকালে আনোয়ার হালদারসহ কয়েকজন নদীতে মাছ শিকারে যায়। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও কোনো মাছ পায় না। পরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। জাল তুলতেই দেখতে পান বড় একটি কাতলা মাছ। সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটি আনলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ‘মাছটি কেনার পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করেছি।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান বলেন, ‘বড় বড় মাছ নদীর গভীরে থাকে। পদ্মায় পানি কমে যাওয়ায় খাবারের সন্ধানে বড় বড় পাঙ্গাস, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ওপরে এলে জেলেদের জালে আটকা পড়ে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com