বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দর থানায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন কর্পোরেট হেড অফিসের জন্য ভবন কিনবে ডাচ-বাংলা ব্যাংক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কবি কাজী নজরুল : রিজভী যত দ্রুত সম্ভব আমরা বসে সমস্যার সমাধান করবো : উপদেষ্টা রিজওয়ানা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না: প্রেস সচিব ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি রিয়াল ছেড়ে লেভারকুসেনে যোগ দিলেন ভাসকেস মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে, তোমারও ঠিক সেরকম অবস্থা হবে— ভুক্তভোগী নারীকে তৌহিদ আফ্রিদির হুমকি

ভারী বৃষ্টিতে পাঞ্জাবে আরো ১৮ মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১২৪ বার পঠিত

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে ভারী বৃষ্টির জেরে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারী বর্ষণের জেরে বেলুচিস্তানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা এবং প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাবের কিছু অংশে বৃষ্টি অব্যাহত থাকায় প্রদেশজুড়ে অন্তত আরো ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই প্রদেশে গত দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

অন্যদিকে বুধবারের তুলনায় প্রাদেশিক রাজধানী লাহোরে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে তারপরও শহরটিতে আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে গত দুই দিনে ভারী বর্ষণের জেরে লাহোরে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১২ জনে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্য অনুযায়ী, গুজরানওয়ালায় ছয়জন প্রাণ হারিয়েছেন। চাকওয়াল এবং শেখুপুরায় তিনজন করে এবং ঝাং-এ একজন ও ফয়সালাবাদে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া বৃষ্টি-সম্পর্কিত নানা ঘটনায় ৪৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩২ জন গুরুতর এবং ১৭ জন হালকা আঘাত পেয়েছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই প্রদেশের ১৩টি জেলায় বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং বৃষ্টির তীব্রতাও বাড়বে।

এই পরিস্থিতিতে প্রাদেশিক কর্তৃপক্ষ ডেরা গাজি খান এবং পার্শ্ববর্তী অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করছে। মূলত বেলুচিস্তানের পাহাড় থেকে প্রদেশে প্রবেশ করা পাহাড়ি ঢলের কারণে এই শঙ্কা দেখা দিয়েছে এবং এটি পাহাড়ের পাদদেশে থাকা সকল শহরকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

জানা গেছে, বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। মূলত ভারী বর্ষণের জেরে এই বন্যা দেখা দিয়েছে এবং এর ফলে প্রদেশটিকে সিন্ধু ও পাঞ্জাবের সাথে সংযুক্তকারী কিছু মহাসড়কে যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে।

এছাড়া মৌসুমী বৃষ্টিপাত নিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে বেলুচিস্তান দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

পিডিএমএ মহাপরিচালক জাহানজেব খান বৃহস্পতিবার কোয়েটায় বলেছেন, মৌসুমী বৃষ্টি ও নদীতে আকস্মিক বন্যার কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা সমস্ত জেলা প্রশাসককে নির্দেশনা পাঠিয়েছি এবং ত্রাণ সরবরাহের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠিয়েছি।

এর আগে গত বুধবার সিবি, কালাত, ঝাব, বারখান, লোরালাই, মুসাখাইল, আওয়ারান, খুজদার, নাসিরাবাদ এবং লাসবেলা জেলায় দমকা হাওয়া ও বজ্রঝড়সহ ভারী বর্ষণের খবর পাওয়া গেছে। পিংরা ব্রিজের কাছে কোয়েটা-সিবি হাইওয়েতে আকস্মিক বন্যার কারণে বোলানে কোয়েটা এবং সিবির মধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ব্রিজের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সেতুর দুই পাশে বিপুল সংখ্যক বাস, যাত্রীবাহী কোচ, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে।

কর্মকর্তারা বলেছেন, হারনাই, জিয়ারাত এবং সঞ্জাভিতে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এছাড়া বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে জনগণকে আপাতত ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে বোলান ও সিবির কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com