শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিথ্যাচারের মাধ্যমে মানুষের নজর ঘোরানোর সুযোগ নেই: আমীর খসরু বাংলাদেশ-মিশর বাণিজ্য জোরদারে বৈঠক: নতুন সম্ভাবনা খুঁজছে দুই দেশ

য়্যুভেন্তাসের কাছে হারল রিয়াল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার পঠিত

প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে য়্যুভেন্তাস ও রিয়াল মাদ্রিদ। সেখানে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) ফ্লোরিডা কাপে মুখোমুখি হয়েছে এই দুই দল। যেই ম্যাচে রিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে য়্যুভেন্তাস।

পুরো ম্যাচ খেলল রিয়াল তবে জয় পেল য়্যুভেন্তাস। ফ্লোরিডা কাপে বৃহস্পতিবার য়্যুভেন্তাস শিবিরে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছিলো রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে য়্যুভেন্তাসের গোলমুখে ৩৪টি শট নেয় রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। আর বল দখলেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়ের দেখা পায়নি।

ম্যাচের প্রথম মিনিটেই গোল করে য়্যুভেন্তাসকে এগিয়ে দেন মইসে কিন। ২০ মিনিটে আবারও গোল। এবার গোল স্কোরার য়্যুভের নতুন সাইনিং টিমোথি ওয়েহ। তবে ম্যাচের ৩৮ মিনিটে এক গোল শোধ দেয় রিয়াল মাদ্রিদ। দলে যোগ দেয়া নতুন স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু গোল করেন।

দ্বিতীয়ার্ধে সেই আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল। তবে গোল করতে ব্যর্থ ছিল ভিনি-মদ্রিচরা। উল্টো ম্যাচের একেবারে শেষ মিনিটে আবারও গোল করে য়্যুভেন্তাসের জয় নিশ্চিত করেন ডুসান ভ্লাহোভিচ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

এদিকে প্রাক-মৌসুমে টানা দুই ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ। এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর বার্সেলোনার কাছে ৩-০ গোলে উড়ে যায় তারা। আর আজ লিগ শুরুর আগে শেষ ম্যাচেও হারের মুখ দেখল তারা। আগামী ১২ আগস্ট লা লিগার নতুন মৌসুমের প্রথম দিনেই বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com