মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও ফার্মগেট ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ  দেশে কোন জঙ্গি নেই ; স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া

বাড়ি ফিরল সেই বৃদ্ধ দম্পতি: ফিরে পাবেন সম্পত্তিও

  • আপডেট টাইম : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ বার পঠিত

নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসানের প্রচেষ্টায় বাড়ি ফিরেছেন চুরির অপবাদে বাড়িছাড়া সেই বৃদ্ধ বাবা-মা। শনিবার বৃদ্ধ দম্পতি সুরেশ চন্দ্র দাস ও বৃদ্ধ বেলি রাণী দাস নিজ বাড়ি ফিরে যান। ছেলেরা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে বৃদ্ধ বাবা-মার কাছে। সেই সঙ্গে ভরণ-পোষণের দায়িত্বও নিয়েছেন তারা। এমনকি ফিরে পাবেন সম্পত্তিও।

গত ৩ সেপ্টেম্বর ডেইলি বাংলাদেশে দুর্গাপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের সাধুপাড়ার বৃদ্ধ দম্পতি সুরেশ চন্দ্র দাস ও বেলি রাণী দাসের মানবেতর জীবনযাপন নিয়ে ‘সম্পত্তি লিখে বাবা-মাকে বাড়ি ছাড়া করল ৩ ছেলে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের।

শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃদ্ধ এই দম্পতি খবর নিতে ছুটে যান সোমেশ্বরীর পাড়ে। প্লাস্টিক বস্তায় মোড়ানো সেই ঝুপড়ি ঘর পরিদর্শন শেষে ছেলেদের ডেকে এনে বাবার নামে থাকা সম্পত্তি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া বাবা-মা জীবিত থাকা পর্যন্ত ভরণ-পোষণ বাবদ প্রত্যেক ছেলে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেওয়াসহ অনতিবিলম্বে বৃদ্ধ বাবা-মার থাকার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশও দেন ইউএনও।

জানা যায়, চার ছেলে সন্তান নিয়েই চলছিল বৃদ্ধ সুরেশ ও বেলি রাণী দম্পতির সংসার। বাবা-মায়ের সরলতার সুযোগ নিয়ে কৌশলে শেষ সম্বল ২০ শতক জায়গার মধ্যে ১৮ শতক জায়গা নিজের নামে লিখে নেন তিন ছেলে শ্যামল, সাগর ও সজল। সবার বড় ছেলে পরিমল বাবার মতোই সহজ সরল হওয়ায় তাকে দেয়নি কিছুই।

সন্তানরা আগে যেমন খোঁজ খবর নিতেন কিন্ত সম্পত্তি লিখে নেয়ার পর তা বন্ধ করে দিয়েছেন। এমনকি না খাইয়ে রাখতেন বৃদ্ধ বাবা-মাকে। পেটের ক্ষুধায় দুইজনেই ভিক্ষাবৃত্তি করে খাবার জুগিয়েছেন। এরপর একদিন টাকা চুরির অপবাদ দিয়ে ছেলের বউ ঘর থেকে বের করে দেন। এইসব কষ্ট সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে সোমেশ্বরী নদীর পাড়ে পুরাতন প্লাস্টিকের বস্তা আর টিনের তৈরি ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বসবাস শুরু হয় তাদের।

অভিযুক্ত ছেলেরা জানান, তাদের নামে লিখে নেয়া সবটুকু জায়গা ফিরিয়ে দিবেন। এছাড়াও বাবা-মাকে দেখাশোনাও করবেন পাশাপাশি তাদের বসবাসের জন্য ঘর নির্মাণ করে দিবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সংবাদটি দেখার পরপরই আমি নিজেই বৃদ্ধ এই দম্পতি খোঁজ খবর নিতে ছুটে আসি এবং ছোট ঝুপড়ি ঘরটিও পরিদর্শন করি। এমন একটি ঘরে বসবাস করা খুবই কষ্টের। তাদের আবারো নিজ বাড়িতে ফেরাতে স্থানীয়দের সহায়তায় ছেলেদের সঙ্গে কথা বলি। পরে ছেলেরা সম্পত্তি ফিরিয়ে দেওয়াসহ প্রত্যেক ছেলে তাদের বাবা-মায়ের ভরণ-পোষণের জন্য প্রতি মাসে এক হাজার টাকা ও থাকার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com