শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটি নেতাকর্মীরা।

সোমবার (২০ মে) বিকেলে রাজধানীর গোপীবাগ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি মতিঝিল শাপলা চত্বর ঘুরে টিকাটুলি মোড়ে এসে শেষ হয়।

আজ সোমবার বিকেলে রাজধানীর গোপিবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেন পুরান ঢাকার বিএনপি নেতারা। মিছিলটি বেলা ৩ টায় গোপিবাগ এলাকা থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড় হয়ে টিকাটুলি, অভয় দাস লেন, আর কে মিশন রোড প্রদক্ষিণ শেষে আবার গোপিবাগে এসে শেষ হয়। এতে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাব্বির আহম্মেদ আরেফ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুইয়া, মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাবেল শিকদার, গেন্ডারিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সূত্রাপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, ওয়ারী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এস হোসেন টমাস, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু সহ ওয়ার্ড বিএনপি ও ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা।

এদিকে এদিন একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে ব্রাদার্স ক্লাব হয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ গোপিবাগ রেলগেটে গিয়ে শেষ হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ আব্দুর রহিম ভূইয়াসহ বিভিন্ন বিক্ষোভ ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল থেকে ঢাকা দক্ষিণের বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার হোসেনের মুক্তি দাবি করা হয়।

এছাড়াও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন যাত্রাবাড়ী থানা বিএনপি। বিকেল ৫ টার দিকে যাত্রাবাড়ীর নবি টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন তারা।এসময় মিছিল থেকে অনতিবিলম্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি যাত্রাবাড়ির বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে কাজলা এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় যাত্রাবাড়ী থানার ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল ভুইয়া তুহিন, সহ সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, যুবদল সভাপতি নূরুল আমিন পায়েল ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com