রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় আ.লীগ নিষিদ্ধের দাবিতে আজও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা  রোহিতের পর টেস্ট থেকে অবসরে যাচ্ছেন কোহলি? ভারতের জম্মু-কাশ্মির থেকে হজ ফ্লাইট বাতিল সচিবালয় ও যমুনার আশেপাশে সভা-সমাবেশ-মিছিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর শাহবাগে বিক্ষোভ : যানচলাচল বন্ধে মানুষের চরম ভোগান্তি আ. লীগ নিষিদ্ধের দাবিতে বিমানবন্দর মহাসড়ক অবরোধ  দক্ষিণখান আমির হোটেলের খাবার খেয়ে অসুস্থ সাংবাদিক দম্পতি-দুই শিশু অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় জানা যাবে মঙ্গলবার

বাংলাদেশ বিশ্বকাপে সেমি বা ফাইনালে খেলার মত করে টিম তৈরী করে নাই

  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৫৪ বার পঠিত

সৈয়দ এনামুল হক নিপু :ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নাই, প্রকৃতপক্ষে বাংলাদেশ সেমি বা ফাইনালে খেলার মত কোন টিম তৈরী করে নাই, কোনমতে সুপার -৮ খেলতে পারলেই আর কিছু লাগবেনা, সুপার -৮ এ সুযোগ পাওয়ার দিন হাতুড়েসিং বলেছে তার দায়িত্ব শেষ, এর মানে বুঝতে বাকি থাকেনা, এই সমস্ত দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড -এর, এমনও হতে পারে তারা আইসিসি থেকে পার্সোনাল কোন বেনিফিট নিয়েছে, সেটা যদি না হয় তাহলে টিম গঠনের সময় তামিম-ইমরুলদের বাদ দিতো৷ না, সত্যি যদি তাদের ইচ্ছা থাকতো সেমি কিংবা ফাইনাল খেলবে দেশ তবে তারা ওপেনিং এ তামিম ইকবাল – ইমরুল কায়েস, ওয়ানডাউনে এনামুল হক বিজয় তারপর তৌহিদ হৃদয়, ৫ এ সাকিব, ৬ মাহমুদউল্লাহ, ৭ এ মেহেদী মিরাজ কে খেলাতো, আমার সাথে একমত হবেন সবাই এই টিমটা অবশ্যই ফাইনাল খেলতো, কিন্তু তারা করলো কি?? সান্তকে অধিনায়ক করে তার ব্যাটিং নষ্ট করে দিছে,, বর্তমান দলটির টার্গেট ছিলো সুপার -৮ খেলা এটার বড় প্রমান ভারতের সাথে ম্যাচ শুরু করে ভারতের মত ক্রিকেট পরাশক্তিকে ব্যাটিং এর আমন্ত্রণ, তার পর বোলিং এ ২ স্পিনার দিয়ে শুরু , উপমহাদেশে স্পিন ভালো খেলে এটা জানার পর পাশাপাশি তানজিম সাকিব আলোচিত বোলার হবার পরেও ২ স্পিন দিয়ে শুরু করে খেলা???? এর পর মাত্র ২ পেশার নিয়ে নামলো??? সবাই বলবেন তিন খেলায় জিতেছে, আসলে শ্রীলঙ্কার সাথে হারতে হারতে জিতেছে, নেপাল আইসিসির সহযোগী রাষ্ট্র, নেদারল্যান্ডস এখনো ঐ পর্যায়ের দল নয়,
এখন উচিত হবে ক্রিকেট বোর্ড কে ঢেলে সাজানো, মাশরাফির মত একজন সৎ ও যোগ্য লোক কে সভাপতি করে বোর্ড কে নতুন করে সাজানো, চন্দ্রিকা হাথুরাসিংহ কে বিদায় করে দেশি কোচ সালাউদ্দিন কে ১ নং কোচ করা এবং ক্রিকেট টিম তামিম,ইমরুল, এনামুল হক বিজয়, মেহেদী মিরাজ কে দলে অন্তর্ভুক্ত, , তবেই ইনশাআল্লাহ আগামী বিশ্বকাপ আমরা ফাইট দিতে পারবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com