শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বাংলাদেশে কখনো স্বৈরাচারের স্হান জনগণ মেনে নিবেনা : আমিনুল হক সাভারের জাহিদ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড অস্ত্রোপচারের পর আইসিইউতে সাইফ আলী খান খাদ্যপণ্যে ভ্যাট প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম ব্যবসায়ীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল, পুলিশের লাঠিচার্জ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা: অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা টিউলিপ নিজেই দুর্নীতিগ্রস্ত: ইলন মাস্ক ইংল্যান্ডে হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি সর্বদলীয় বৈঠকে এলডিপি-লেবার পার্টির একাংশ যাবে না

স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জনগণ উন্মুক্ত ভাবে চলাচল করতে পারছে ;আমিনুল হক

  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জনগণ এখন স্বাধীন ভাবে তার মতামত এবং উন্মুক্ত ভাবে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা ও স্বাধীনমত চলাচল করতে পারছেন।

তিনি বলেন,গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে গত ৫ ই আগষ্টে ছাত্র এবং জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, নতুনভাবে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে এখন জনগণ স্বাধীন ভাবে নিজের মতামত প্রকাশ করতে পারছে ;স্বাধীন ভাবে তারা চলাচল করতে পারছে এবং জনগন উন্মুক্ত ভাবে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা করতে পারছে।

আজ সোমবার (২ রা ডিসেম্বর) বিকেলে পল্লবীর ইস্টার্ন হাউজিং-এ সোনালী বাজার সংলগ্ন মাঠে হাউজিং বয়েজ মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ইং এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

সকলের ঐক্যের মাধ্যমেই আমরা একটা সুন্দর সমাজ-সুন্দর বাংলাদেশ গড়তে পারব উল্লেখ করে আমিনুল হক বলেন,
স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আমরা স্বাধীনতা রক্ষার জন্য ,গণতন্ত্র পুনরুদ্ধার এর জন্য ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যে আন্দোলন সংগ্রাম করছি,সকলের ঐক্যের মধ্য দিয়েই তার সফলতা আমরা দেখতে পাব। এইজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ এখন অনেক নিরাপদ, বাংলাদেশে এখন আর কোন স্বৈরাচার বা কোন প্রভাব বিস্তার করে,কেউ যড়যন্ত্র করে,কিছুই করতে পারবে না।

হাউজিং বয়েজ ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লবী ২য় পর্ব বাড়ী ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আমিনুল বাহার। এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,মহানগর উত্তর সদস্য সাজ্জাদ হোসেন,মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক লাইলী বেগম,মহানগর উত্তরের সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন,রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, পল্লবী থানা বিএনপির আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির,পল্লবী থানা যুবদলের আহবায়ক হাজী নূর সালাম, রুপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন,রুপনগর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, ৯২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নবী হোসেন,রুপনগর থানা যুবদলের আহবায়ক সোয়েবখান,সদস্যসচিব হাদিউল ইসলাম রাজীব,সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম হোসেন,পল্লবী থানা মহিলাদল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ।
###

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com