উত্তরা সংবাদদাতাঃ রাজধানীর উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে আগুন লেগে পুরে গেছে লাখ লাখ টাকার মালামাল। আজ শুক্রবার ২০/১২/২০২৪ খ্রিঃ সকাল ১০.৩৮ মিনিটের সময় শাহ মখদুম রোড, উত্তরা সেক্টর ১২, ঢাকা লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড ঘটে।
এসময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে
ছুটে যান ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
সুত্রে জানা যায়, আগুন লাগার ৬ মিনিটের মাথায় উত্তরা দিয়াবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন
১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে
পরবর্তীতে
উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশনের ০৮টি ইউনিট আগুন নিভানোর কাজ করছে। আগুন লাগার কারণ এবং ক্ষয় ক্ষতির পরিমান
এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানাতে পারেনি।
আগুন লাগার কারণ এবং ক্ষয় ক্ষতির পরিমান জানতে ঘটনাস্থলে ছুটে জান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।