উত্তরা সংবাদ দাতা হাফসা : উত্তরা আব্দুল্লাহপুর চৌরাস্তার ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি গভীর রাতে ভেঙে পড়েছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত ৩.৩০ মিনিটের সময় এঘটনা ঘটেছে। আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টি আই মোঃ মাসুম ইনকিলাবকে জানান গতকাল রাত ৩.৩০ মিনিটের সময় একটি ড্রামট্রাক বেইলি ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশ আব্দুল্লাহপুর অংশটি ভেঙে তুরাগ নদীতে পরে যায়। হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাত গভীর হওয়াতে সেখানে মানুষ চলাচল ছিল না,তাছাড়া গাড়ি চলাচল ও কম ছিলো। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের হতাহত হয়নি।
বেইলি সেতুর সংস্থার ও মেরামত বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ফরহাদ হোসেন এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরবর্তী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়। স্থানীয়রা বলেন,পাঠক প্রিয় দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ২৩শে অক্টোবর বেইলি সেতুর করুণ দশা শিরোনামে সংবাদ প্রকাশের পর সেখানে কয়েক দিন কাজ করতে দেখা যায়। অদৃশ্য কারণে কাজ শুরুর এক সপ্তাহ পর আবার ও কাজ বন্ধ হয়ে যায়।উত্তরা আব্দুল্লাহপুরের বেইলি সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাজধানী ঢাকার প্রবেশপথ উত্তরা আব্দুল্লাহপুর।
তুরাগ নদীর উপর টঙ্গী আব্দুল্লাহপুর সড়কের ব্রিজের মাঝা মাঝি জায়গায় গর্ত হয়ে গেলে কর্তৃপক্ষ সেখানে জরুরি ভিত্তিতে ২টি বেইলি সেতু নির্মাণ করেন।পরবর্তীতে আরো ২টি বেইলি সেতু নির্মাণ করা হলে সেখানে যানচলাচলে জনদূর্ভোগ কিছুটা কমে আসে।
আব্দুল্লাহপুর ব্রীজের উপর নির্মিত ৪টি বেইলি সেতুর মধ্যে ২টি সেতু নষ্ট হয়ে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর ফলে যানবাহনের পাশাপাশি সেখানে পথচারী চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন হাজার হাজার গণপরিবহন, মালবাহী গাড়ি ও ভারি যানবাহন চলাচল করতে করতে প্রচন্ড চাপে বেইলি সেতুটি ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে।
দীর্ঘদিন যাবত ঝুঁকি পূর্ণ বেইলি সেতুর মেরামত না করায় কর্তৃপক্ষের উপর অসন্তোষ প্রকাশ করছেন এখানকার স্থানীয়রা।
এ সময় স্থানীয়রা খুব দ্রুত আব্দুল্লাহপুর চৌরাস্তার উড়ালসড়কের কাজ ও বেইলি সেতু মেরামতের জোর দাবি জানান।