সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে নাইকো দুর্নীতি: ১৪ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণ সাধারণ পোশাক পরে কোন ডিবি আসামি গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করলে এদেশের মানুষ মেনে নিবেনা : আমিনুল হক বাধ্যতামূলক ছুটিতে আরও ৫ ব্যাংকের এমডি তারেক রহমানের দেশে আসা নিয়ে যা বললেন আইনজীবী জনগণের ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন ড. কামাল হোসেন বোর্ডার–গাভাস্কার ট্রফি: এমন হারের পর যা বললেন বুমরাহ ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্নরূপে দেখতে পাবেন : মহাপরিচালক

সাধারণ পোশাক পরে কোন ডিবি আসামি গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ সাধারণ পোশাক পরে এখন থেকে কোনো আসামিকে গ্রেফতার করতে পারবে না পুলিশের গোয়েন্দা বিভাগ ( ডিবি) বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (০৬ জানুয়ারি) ঢাকায় ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশের সীমান্ত পুরোপুরি আমাদের আইনশৃঙ্খলাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সাধারণ পোশাক পরে এখন থেকে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি।

এর আগে মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সরকার পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করতে চায় বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এ কাজ শেষ করে যেতে চাই।

সেবার মান বাড়ানোর কথা বলা হয়েছে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পাসপোর্ট পেতে এখনো বেশি সময় লাগে। কাজ দ্রুত করার কথা বলেছি।’

তবে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। এ ছাড়া পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা থাকবে কি-না, তা নিয়েও বর্তমান পরিচালকের সঙ্গে আলোচনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সঙ্গে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ভিসা ছাড়া যারা বাংলাদেশে অবস্থান করছেন, তারা ভিসা সংগ্রহ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com