গত ২৬/০২/২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এ কেয়ারগিভিং প্রশিক্ষণ এবং জাপানে কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর পরিচালনা পর্ষদের সভাপতি জনাব ডা. আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্তে উক্ত সেমিনারে প্রধান আলোচক ছিলেন পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব ডা.এইচ ই এম মাহবুবুল ইউনুস।
আলোচক হিসেবে জাপান থেকে যুক্ত ছিলেন জনাব আব্দুস সামাদ, চেয়ারম্যান, সেঞ্চুরি এডুকেশন এবং জনাব মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান সেঞ্চুরি এডুকেশন। প্রধান আলোচক তাঁর বক্তব্যে আড়াইহাজারের ঘরে ঘরে স্বাস্থ্য কর্মী তৈরির প্রত্যয় ব্যক্ত করেন। প্রত্যেক জনসম্পদকে জনশক্তিতে রূপান্তর করার জন্য পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর লক্ষ্য ও উদ্দেশ্য স্ব-বিস্তারে উপস্থাপন করেন।
অন্যান্য আলোচকবৃন্দ জাপানে কর্মসংস্থান এবং উচ্চ বেতনে চাকুরীর নির্দেশনা প্রদান করেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে আর্সেনিক গবেষনায় অত্র অঞ্চলের মানুষের যে সহযোগিতা সেটা পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর কর্মকান্ডেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সেমিনারে আরও বক্তব্য রাখেন সেঞ্চুরি এডুকেশন এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. জসিম উদ্দিন, এসিষ্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. নূর আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা শিক্ষা অনুষদের শিক্ষক জনাব আলিফ হাসান তিলক। অত্র অঞ্চলের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব মো. আসাদুজ্জামান।
অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট কে আড়াইহাজার তথা সারা দেশে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার রোড ম্যাপ উপস্থাপন করেন। তিনি উপস্থাপন করেন মাত্র ৬ মাসের একটি কোর্স করে একজন মানুষ কিভাবে তার নিজেকে, পরিবারকে তথা রাষ্ট্রকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করতে পারেন।