হাফসা,(উত্তরা):ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে লোকেশন ট্যাগ করে ১৯ মে, রাজধানীর টঙ্গী, উত্তরা হাউজবিল্ডিং ও আব্দুল্লাহপুর এলাকায় সক্রিয় এক ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর হাউজবিল্ডিং টহল টিম। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সর্বমোট ৪টি মোবাইল ফোন, যার মধ্যে ভুক্তভোগীর একটি Samsung S22 Ultra ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে।
র্যাব জানায়, সম্প্রতি এসব এলাকায় ছিনতাইয়ের হার বাড়ছিল। এমন এক ঘটনার শিকার এক ভুক্তভোগী র্যাব-১ এর টহল দলের কাছে অভিযোগ করেন। তিনি জানান, তার মোবাইল ফোনের লোকেশন অন ছিল এবং সেটি বর্তমানে উত্তরা আইচি হাসপাতালের পেছনে দেখাচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের টহল দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ভুক্তভোগীর সহায়তায় দুই ছিনতাইকারীকে সনাক্ত করে সুকৌশলে আটক করা হয়। পরে তল্লাশিতে ভুক্তভোগীর মোবাইলসহ আরও তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে একটি OnePlus সেট এবং একটি আইফোন।
গ্রেফতারকৃতদের নাম মোহাম্মদ শিমুল (৩০) ও মোহাম্মদ হাসানুজ্জামান (৩১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ছিনতাই করা মোবাইলগুলো তারা কম দামে বিক্রি করে ফেসবুক মার্কেটপ্লেস ও অন্যান্য অনলাইন পেজে।
র্যাব জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোন ও গ্রেফতারকৃত আসামিদের উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১ এর এক কর্মকর্তা বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত করতে পেরেছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।