শনিবার, ২৪ মে ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

উত্তরা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩ বার পঠিত

হাফসা (উত্তরা) : ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ১। আব্দুল আজিজ (২২), পিতা-মৃত আ. সামাদ, মাতা- জাহানারা বেগম, সাং-চর আলিয়া মাঝপাড়া,

থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি সাং-মধ্যবাডডা (জনৈক সিরাজ মিয়ার বাড়ি ভাড়াটিয়া বাসা নং-৬৬৮), থানা- বাড্ডা, জেলা-ঢাকা ২। জাফর মোল্লা (২২), পিতা-মৃত জহির, মাতা- রেনু বেগম, সাং-সাইটখালি চাড়াভিটা, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর, এ/পি সাং- রামপুর নন্দীপাড়া, থানা-রামপুরা, জেলা-ঢাকা, ৩। সুমন বাবু (৩১), পিতা-দছির মোল্লা, মাতা-হাসিনা, সাং-সদরপুর ভাঙ্গাপাড়া, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর, এ/পি সাং-বৌবাজার সখিপুর, থানা-কালিয়াকৈর, জেলা- গাজীপুর, ৪। নাহিদ মিয়া (১৯), পিতা-জয়নাল, মাতা- নার্গিস, সাং- বেড়া, থানা-সাথিয়া, জেলা-পাবনা, এ/পি সাং- দিয়াবাড়ি পাসপোর্ট অফিসের সামনে, সেক্টর নং-১৫, থানা-তুরাগ, জেলা-ঢাকা, ৫। রাসেল মিয়া (২২), পিতা-মফিজুল ইসলাম, মাতা-হাফসা, সাং-কন্টিপাড়া, থানা- শ্রীবরদী, জেলা-শেরপুর, এ/পি সাং- দিয়াবাড়ি পাসপোর্ট অফিসের সামনে, সেক্টর নং-১৫, থানা-তুরাগ, জেলা- ঢাকা, ৬। মো. সাগর (১৯), পিতা-সবুজ মিয়া, মাতা-রমিজা বেগম, সাং- সান্দারপাড়া, থানা-টঙ্গী পশ্চিম, জেলা-গাজীপুর।
শুক্রবার ২৩/০৫/২০২৫ইং তারিখ রাত ০৩.৩৫ ঘটিকার সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ ১০নং সেক্টরস্থ আশুরিয়া টু আব্দুল্লাহপুর মহাসড়ক ফ্লাই ওভারের ১৫৩ নং পিলারের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় থেকে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র পাওয়া যায়। পুলিশ জানায় দেশীয় অস্ত্র নিয়ে তারা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, উত্তরা পশ্চিম থানার দিক-নির্দেশনায় থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাত দলের ০৬ (ছয়) সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও তারা বর্তমানে ঢাকার বাড্ডা, রামপুরা, তুরাগ ও গাজীপুর টঙ্গীতে বসবাস করতো।

ডাকাত দলের সদস্যদের গ্রেফতার কালে তাদের হেফাজত হতে ০৩টি লোহার তৈরী ধারালো চাপাতি, ০১টি স্টীলের তৈরী সরু ধারালো চাকু, ০১টি লোহার তৈরী কাঠের বাটযুক্ত ধারালো চাকু, ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে।

আসামীদের গ্রেফতার ও জব্দকৃত আলামত সংক্রান্তে এসআই (নিরস্ত্র) মোঃ নূরে আলম, বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এজাহার দায়ের করলে উত্তরা পশ্চিম থানার মামলা নং-৪৫,তারিখ ২৩/০৫;২০২৫ ইং।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদেরকে তারা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com