শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় বিএনপির ব‍্যতিক্রমি মিছিল খেলাধুলায় প্রতিভা অন্বেষণে বিএনপির ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালুর পরিকল্পনা : আমিনুল হক জুলাই সনদ স্বাক্ষর বর্বরতা থেকে সভ্যতায় আসার প্রমাণ: প্রধান উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো: প্রধান উপদেষ্টা ‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে জুলাই সনদে জরুরি সংশোধন আনল কমিশন ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে উত্তরা আর্মি ক্যাম্প রুয়াপ নির্বাচন স্থগিত মানসিক ভারসাম্যহীন নারীকে চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। বেগম জিয়া গ্রেফতার হয়েছিল তবে কিছু নেতার নামে মামলাও হয়নি: এম এ মালিক

খেলাধুলায় প্রতিভা অন্বেষণে বিএনপির ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালুর পরিকল্পনা : আমিনুল হক

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পঠিত

 

আবু নাঈম :
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলায় প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি নতুন কর্মসূচি চালু করা হবে।

তিনি বলেন, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহী তরুণদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশে দল ও রাষ্ট্রীয় পর্যায়ে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামোয় আমরা একটি গুণগত পরিবর্তনের সূচনা করতে চাই।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবী এমডিসি মডেল স্কুল প্রাঙ্গনে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ‘জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর ট্রফি ও জার্সি উন্মোচন এবং লটারী ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক আরও বলেন, আমরা দেশের প্রতিটি স্কুলের চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। পাঠ্যসূচির সঙ্গে খেলাধুলাকে একীভূত করে একটি মাদকমুক্ত, শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে দৃঢ় জাতি গঠনের লক্ষ্যেই বিএনপি কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, নির্বাহী সদস্য মো. জাহেদ পারভেজ চৌধুরী, জাতীয় দলের সাবেক ফুটবলার মো. আলমাস, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. মঈনুল হক, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com