হাফসা উত্তরা : রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এসআই (নিঃ) মোঃ গোলাম সবুর ও সঙ্গীয় অফিসার ফজলুল করিম থানা এলাকার বিভিন্ন সড়কে নিয়মিত টহল দিচ্ছেন । এ সময় গোপন সুত্রে তারা জানতে পারেন, ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী মাঠের কোনায় ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন-এর সামনে গত দুইদিন ধরে একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
বিষয়টি তারা অফিসার ইনচার্জকে অবহিত করে ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশ সদস্যরা মোটর সাইকেলটি উদ্ধার করে। নীল রঙের Apache RTR 150cc মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর টাঙ্গাইল-ল-১২-৭৪১০, চেচিস নং PS634KE48k6E02801 এবং ইঞ্জিন নং 0E4BK 2001860।
জিজ্ঞাসাবাদে মোটর সাইকেলটির মালিকের কোনো সন্ধান পাওয়া না যাওয়ায় পুলিশ স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ জানান, “উদ্ধারকৃত মোটরসাইকেলটি থানায় হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”