নিজস্ব প্রতিবেদক :গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান (পিপিএম-সেবা) কে পদোন্নতি দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সম্প্রতি জাহিদুল হাসানকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সেই পদোন্নতির পর নতুন কর্মস্থল হিসেবে তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে নিয়োগ দেওয়া হলো।
গাজীপুরে দায়িত্ব পালনের সময় জাহিদুল হাসানকে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছেন। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তিনি একজন দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।