নিজস্ব প্রতিবেদক: সংস্কারের কথা বারবার বলা হলেও অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোনো সংস্কার করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী জ্বালানি অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে পুরো জাতি একটি সংকটে আটকে আছে। সরকারের দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ না করার ফলে সবকিছু আটকে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর আমরা বলেছিলাম, একটি রোডম্যাপ দিন, কী কী করতে চান, কত দিন সময় দরকার এবং নির্বাচনটা কবে করতে চান। কিন্তু রোডম্যাপ দেওয়া হয়নি। সফলতা চাইতে হলে একটি সফল পরিকল্পনা করতে হয়। সংস্কারের কথা বারবার বলা হয়েছে, কিন্তু তারা আসলে তেমন কোনো সংস্কার করতে পারেনি।
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন
আব্দুস সালাম বলেন, জ্বালানি একটি বিশাল সেক্টর। এর ওপর পুরো দেশ নির্ভর করে। এই সেক্টরটিকে ভালো ব্যবস্থাপনা দেওয়া না হলে সামনে এগিয়ে যাওয়া যাবে না। আওয়ামী লীগের আমলে নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি। শেষ দিকে এসে দু’একটি কূপ খননে তারা চেষ্টা করেছে। কারণ তারা পাশের দেশকে খুশি রাখতে চেয়েছিল। কিন্তু নিজের দেশের সম্পদ অন্য দেশকে দিয়ে খুশি রাখতে হবে এমন তো কোনো নিয়ম নেই। প্রচুর টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি আমদানি করা হতো। অথচ আমাদের দেশে কূপ খনন করে জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা সম্ভব ছিল। আমদানি করা হলে মূলত সংশ্লিষ্টদের পকেটে টাকা ঢুকতো। নিজেদের স্বার্থে সেসময় দেশের স্বার্থ নষ্ট করা হয়েছিল। এ ছাড়া বিদ্যুৎ খাত থেকেও হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। একটি দেশপ্রেমিক সরকার কখনো এসব করতে পারে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আগামী নির্বাচনে যাতে বিএনপি সরকার গঠন করতে পারে সেজন্য আপনাদের চেষ্টা করতে হবে। বর্তমানে নির্বাচন নিয়ে নানা কারুকার্য করা হচ্ছে, কীভাবে তা পিছিয়ে দেওয়া যায় তা নিয়ে ষড়যন্ত্র চলছে। দাতা সংস্থাগুলো ইতোমধ্যে বলেছে, যদি নির্বাচিত সরকার না আসে তাহলে তারা বিনিয়োগ করতে রাজি নয়। বিনিয়োগ বন্ধ হলে দেশ চলবে কীভাবে?
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক ফেরদৌস ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।