আদালত প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে হত্যাচেষ্টা ও মারধরে অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন ব্যবসায়ীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, নজরুল ইসলাম মিলন, মো. চুন্নু মিয়া ও নামজুল।
মঙ্গলবার (২৭ মে) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহিন রেজার আদালত এ আদেশ দেন। এদিন তিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজিব মিয়া।
আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২৬ মে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম ও আয়েজুর কেনাকাটা করতে নিউমার্কেটের চাঁদনি চক মার্কেটে যান। তখন একই দোকানে কেনাকাটা করতে আসা এক মেয়ে দরকষাকষি করেন। এটা নিয়ে দোকানের কর্মচারীরা ওই মেয়েকে গালিগালাজ করতে থাকেন। তখন দুই শিক্ষার্থী এটার প্রতিবাদ করলে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৭ মে ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম নিউমার্কেট থানায় মামলা করেন।