রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ: ফাহিমকে গ্রেফতারের দাবিতে বাস মালিক ও শ্রমিক সমিতির মানববন্ধন জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় জামায়াতে প্রস্তুতি মিছিল নির্বাচন পেছাতে ‘সংস্কার বিচারের’ নামে এখনও ষড়যন্ত্র চলছে: আমিনুল হক ঢাকায় জাতিসংঘের অফিস আত্মঘাতী সিদ্ধান্ত, প্রতিহত করবে ঈমানদার জনতা”- মাওলানা নাজমুল হাসান কাসেমী জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ ভিসা জালিয়াতি করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ঢাকায় আসছেন স্পেসএক্স প্রতিনিধিদল ৯ দফা দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ উত্তরায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ; আহত সিগারেট দোকানদার জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি — নবীউল্লাহ নবী

  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৭ বার পঠিত

হাফসা উত্তরা :দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষের মৌলিক অধিকার হরণ করে একটি দলের শাসন টিকিয়ে রাখা সম্ভব নয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডেমরা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবীউল্লাহ নবী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার নানা তালবাহানা ও সময়ক্ষেপণের মাধ্যমে জনগণকে প্রতারণা করছে। দুর্নীতি, অব্যবস্থাপনা ও জবাবদিহিহীনতার কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ এখন পরিবর্তন চায়। বিএনপি রাজপথ ছাড়বে না—জনগণের অধিকার আদায়ে আমরা প্রস্তুত। জনগণের ইচ্ছার বিরুদ্ধে যারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন শুধু বিএনপির নয়, বরং দেশের প্রতিটি স্বাধীনতাপ্রেমী নাগরিকের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, আজ সেই গণতন্ত্র চরম হুমকির মুখে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সংগ্রামে অংশ নিয়ে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো।

ডেমরার ৬৬ নম্বর ওয়ার্ডে স্টার্ন হাউজের সামনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী। সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী মো. সেলিম রেজা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব পদপ্রার্থী আনিসুজ্জামান। অনুষ্ঠানে ডেমরা থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সেলিম রেজা এবং আনিসুজ্জামান শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক জীবন ও আদর্শের উপর আলোকপাত করে বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা এবং নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com