ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মত অনুষ্ঠিত নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপে বাজছে শেষের বাঁশি। ৬২ ম্যাচ শেষে ৩০টি দলের বিদায়ে এখন কেবল শ্রেষ্ঠত্বের মুকুট পরিধানের অপেক্ষায় দু’দল। বহুল প্রতীক্ষিত সেই ফাইনাল আজ।রোববার (১৩ জুলাই) নিউ জার্সির সাড়ে ৮২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি পিএসজি ও চেলসি।
নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে (৮২,৫০০ ধারণক্ষমতা) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে দুই দল।
পিএসজির জন্য এটি হতে পারে এক ইতিহাস গড়ার রাত। মে মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর এবার তাদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। জয় পেলে মৌসুমে ঘরে তুলবে ঘরোয়া লিগ, ইউরোপ ও বিশ্ব সব মিলিয়ে ট্রেবল ট্রফি।
পিএসজি কোচ লুইস এনরিকে ফাইনালের আগে বলেন,’শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল মৌসুমের প্রতিটি শিরোপা জয়। এটা খুব কম দলই করতে পারে। আমরা আত্মবিশ্বাসী, তবে অতিরিক্ত আত্মতুষ্ট নই। মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে আমরা প্রস্তুত।’
অন্যদিকে, কিছুটা আন্ডারডগ তকমা নিয়েই ফাইনালে নামছে ইংলিশ ক্লাব চেলসি। চলতি মৌসুমে কেবল উয়েফা কনফারেন্স লিগ জিতেছে তারা। তবে ক্লাব বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত খেলেছে ব্লুজরা, সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
চেলসি অধিনায়ক রিস জেমস বলেন,’পিএসজি শক্তিশালী, তবে এটা একটি ফাইনাল—একটি ম্যাচের লড়াই। আমরা তাদের সম্মান করি, কিন্তু ভয় পাই না। আমরা এখানে জিততেই এসেছি।’
দুই দলের মধ্যকার পরিসংখ্যানেও রয়েছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১০ বার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে পিএসজি জিতেছে ৩ বার, চেলসির জয় ২টি এবং ৫টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।