হাফসা : ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান বলেছেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ভোট দিতে চায়, নাগরিক অধিকার ফিরে পেতে চায়।
এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এদেশের জনগণ মেনে নেবে না।
সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া স্কুল মাঠে তুরাগ থানা বিএনপির আয়োজনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন।
তিনি বলেন, “পতিত আওয়ামী স্বৈরাচার সরকার জানত, সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ তাদের ভোট দেবে না, তাই ১৫ বছর ভোটের অধিকার হরণ করেছে। কিন্তু দেশের মানুষ জানে, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন ঘিরে কিছু ইসলামি দল, কিছু নতুন দল এবং প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে। কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকারী দেশের জনগণের ক্ষতি করতে পারবে না, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসব।”
তিনি আরও বলেন, “বিএনপি কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না। যারা এসব করে, তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী দোসরদেরও ঠাঁই নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকা এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম- আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন,
ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ,
তহিরুল ইসলাম তুহিন, মুহাম্মদ আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন, মহানগর বিএনপি সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপি যুগ্ম-আহবায়ক রিপন হাসান খন্দকার, মহিউদ্দিন সোহাগ রাজা, মোঃ চান মিয়া, রফিক মোল্লা, তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুল আলীসহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।