স্পোর্টস ডেস্ক: আতলেতিকো মাদ্রিদ ছেড়ে রদ্রিগো ডি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবর বেশ কিছুদিন ধরেই ছিল আলোচনায়। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ডি পলের মায়ামিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকা মেজর লিগ সকারে (এমএলএস) এক বছরের জন্য ধারে আসছেন। ২০২৫ মৌসুমের জন্য তার সঙ্গে লোনের চুক্তিটা হলেও ২০২৬ সাল থেকে তা স্থায়ী করতে পারবে। ফ্লোরিডার ক্লাবটির কাছে এই মিডফিল্ডারকে ২০২৯ সাল পর্যন্ত স্থায়ীভাবে রাখার সুযোগ আছে।
ক্লাবটির কর্তৃপক্ষ জানিয়েছে, ডি পলের মায়ামির অনুশীলনে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে পি-১ ভিসা ও আইটিসি (আন্তর্জাতিক ট্রান্সফার সনদ) পাওয়া সাপেক্ষে। তবে আগামীকাল রোববার (২৭ জুলাই) ভোরে চেজ স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ম্যাচ শুরুর আগে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
মাঠ ও মাঠের বাইরে ডি পল অত্যন্ত পরিশ্রমী। যে কারণে ‘এল মোটরসিতো বা ‘ছোট ইঞ্জিন’ বলেও ডাকা হয় তাকে। সতীর্থ মেসির সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার, অনেকে তাকে মেসির ‘দেহরক্ষী’ বলে থাকে। মেসির সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে ৬২ ম্যাচে মাঠে নেমে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছেন।
ডি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়া নিয়ে ক্লাবটির সহমালিক ও ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড়, যার প্রশংসা করে আসছি বহু বছর ধরে। তিনি শুধু অসাধারণ একজন ফুটবলারই নন, বরং একজন নেতা। যে দলের হয়েই খেলেছেন, তোদের জন্য অনেক কিছু এনেছেন, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য। আরও একজন বিশ্বকাপজয়ী তারকাকে ইন্টার মায়ামি ও এমএলএস-এ পেয়ে বেশ রোমাঞ্চিত লাগছে।’
২০২১ সালে ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে অ্যাতলেতিকোতে আসেন ডি পল। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে ১৮৭ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি ২৬টি অ্যাসিস্ট করেছেন। দিয়াগো সিমিওনের অধীনে শেষ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলেছেন তিনি।