হাফসা :উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরীর জন্য সহায়তার নামে অবৈধভাবে টাকা গ্রহণকারী দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ আগষ্ট ২০২৫ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে আনুমানিক দুপুর ১.০০ ঘটিকার সময় উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট তৈরীর জন্য সহায়তা প্রদানের নামে অবৈধ অর্থের বিনিময়ে পাসপোর্ট তৈরীর দালাল চক্রের সাথে জড়িত ০৭ জনকে যথাযথ প্রমাণাদির ভিত্তিতে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং উপযুক্ত প্রমাণাদির ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা তুরাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দিয়াবাড়ী আর্মি ক্যাম্প সুত্রে জানা যায়,
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।