রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

টপ এন্ড সিরিজে চ্যাম্পিয়ন পার্থ

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ঝড়ো সেঞ্চুরিতে পার্থ স্কর্চার্স একাডেমিকে বড় সংগ্রহ এনে দিলেন ব্যাক্সটার হল্ট। ম্যাকেঞ্জি হার্ভি ও হ্যারি মানেন্তির ঝড়ে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমিও দিলো সমানে সমান জবাব। কিন্তু শেষ পর্যন্ত পারল না তারা। দারুণ জয়ে চ্যাম্পিয়ন হলো পার্থ।

পার্থের হয়ে ব্যাক্সটার হল্ট খেলেন ১৮০.৯৫ স্ট্রাইকরেটে ঝোড়ো ১১৪ রানের অপরাজিত সেঞ্চুরি। ১২ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসে তিনি জুটি গড়েন অধিনায়ক টিয়েগ উয়েলির সঙ্গে। তৃতীয় উইকেটে তাদের ১৬১ রানের অবিচ্ছেদ জুটি দলকে এনে দেয় ২ উইকেটে ২০৫ রানের পাহাড়সম স্কোর। উয়েলি অপরাজিত থাকেন ৫৬ রানে (৪ চার)।

বড় লক্ষ্য তাড়ায় নামা অ্যাডিলেড শুরুতেই ধাক্কা খায়। ওপেনার জ্যাক উইন্টার ব্যক্তিগত ১ রানে আউট হলেও অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান ম্যাকেঞ্জি হার্ভি। ৬ চার ও ৪ ছক্কায় ৮২ রানের অপরাজিত ইনিংস খেললেও দলের জয় নিশ্চিত করতে পারেননি তিনি।

তবে দ্বিতীয় উইকেটে হ্যারি মেনেনতির সঙ্গে তার ৮২ রানের জুটি অ্যাডিলেডকে আশার আলো দেখিয়েছিল। মেনেনতি খেলেন ৬০ রানের ঝোড়ো ইনিংস (৬ চার, ৪ ছক্কা, স্ট্রাইকরেট ১৯৩.৫৪)। কিন্তু তিনি আউট হতেই ভেঙে পড়ে অ্যাডিলেডের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯০ রানে থামে তাদের ইনিংস।

পার্থের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন কেটন ক্রিচেল ও ম্যাথিউ স্পোর্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com