আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের স্মরণে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে চীনের বেইজিং যাচ্ছেন, তবে বিমানের পরিবর্তে একটি বিশেষ ট্রেনে করে। সোমবার পিয়ংইয়ং থেকে ট্রেনে চড়ে তিনি যাত্রা শুরু করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইয়োনহাপ জানায়, উত্তর কোরীয় নেতা স্থানীয় সোমবার বিকালে একটি বিশেষ ট্রেনে করে পিয়ংইয়ং ত্যাগ করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই কুচকাওয়াজে উপস্থিত থাকবেন।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমের এই প্রতিবেদনগুলো নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
বিশ্লেষকদের মতে, কিম এই অনুষ্ঠানের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
সিউল-ভিত্তিক গবেষণা কেন্দ্র সেজং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট চেয়ং সিওং-চাং বলেন, তার দাদা কিম ইল সুং অনেক কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নিলেও কিম জং উন এবং তার বাবা কিম জং ইল এমন কোনও অনুষ্ঠানে যোগ দেননি, যেখানে অনেক নেতা উপস্থিত ছিলেন।
চেয়ং বলেন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শীর্ষ সম্মেলনের পর কিম জং উন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাইছেন বলে মনে হচ্ছে।
দক্ষিণ কোরিয়া একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার উ ওন-শিককে চীনা অনুষ্ঠানে পাঠানো হবে।
সূত্র: রয়টার্স