বিনোদন ডেস্ক: একদিকে ফ্ল্যাট বিক্রি করে প্রায় সোয়া দুই কোটি রুপি লাভ, অন্যদিকে দ্বিতীয় বিয়ের সম্ভাবনা—দুই মিলিয়ে আবারও খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর তিনি আবারও বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে নিজেই ইঙ্গিত দিয়েছেন।
স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটি লোকহান্ডওয়ালা কমপ্লেক্সের রুনওয়াল এলিগান্তে আবাসিক প্রকল্পে অবস্থিত। ২০১৮ সালের মার্চে মালাইকা ফ্ল্যাটটি কিনেছিলেন ৩ কোটি ৫০ লাখ টাকায়।
ফলে সাত বছরে ফ্ল্যাটটির দাম প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি ফ্ল্যাটটি বিক্রি করেছেন ৫ কোটি ৫০ লাখ টাকায়।পাঁচ বছর প্রেমের পর ১৯৯৮ সালে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। বিয়ের প্রায় ১৮ বছর পর, ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
বর্তমানে তাঁদের ছেলে আরহানকে দুজনই দেখভাল করছেন। বিচ্ছেদের পর মালাইকা আলোচনায় আসেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে। ২০১৯ সাল থেকে প্রকাশ্যে একসঙ্গে দেখা যেত তাঁদের। তবে গত বছর সেই সম্পর্কেরও ইতি টেনেছেন দুজন।
অর্জুন কাপুর এরই মধ্যে স্বীকার করেছেন, তিনি এখন সিঙ্গেল।
মালাইকাকে সামনে দেখা যাবে আয়ুষ্মান খুরানা অভিনীত আসন্ন হরর–কমেডি ‘থামা’ ছবির বিশেষ আইটেম গানে। এর আগে তিনি ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এ রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে ছিলেন।