বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

জুলাই যোদ্ধা মামুনের অপহরণকারীদের অবিলম্বে খুঁজে বের করতে হবে: অধ্যক্ষ আশরাফুল হক

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পঠিত

হাফসা আক্তার :জুলাই যোদ্ধা মামুনের অপহরণকারীদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন  অধ্যক্ষ আশরাফুল হক

তিনি বলেন,জুলাই পরবর্তী বাংলাদেশে প্রথম কেউ ঘুমের শিকার হলেন। ফ্যাসিবাদ আমলে গুম, খুন স্বাভাবিক ঘটনা ছিল। মানুষের অধিকার প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে হাসিনা প্রশাসন। জুলাইয়ের পরে নতুন বাংলাদেশে আবার কেউ গুম হবে এটি আমরা মেনে নিতে পারি না। তাই সরকার এবং প্রশাসনকে অবিলম্বে গুমের সাথে সম্পৃক্ত সবাইকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে করে আগামী দিনে কেউ কাউকে গুম করার মতো দুঃসাহস করতে না পারে। অপহরণ থেকে উদ্ধারের পরে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন, জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে দেখতে যেয়ে, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক এসব কথা বলেন।

উত্তরা কুয়েত মৈত্রী হাসপিটালে এসময়ে তার সাথে ছিলেন, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, শাহিদুর রহমান মোল্লা , জামায়াত নেতা মহিউদ্দিন খান, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম মোল্লাসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মাওলানা মামুনুর রশিদ গত ২২ সেপ্টেম্বর তুরাগের ধউর এলাকা থেকে গুম হন। অবশেষে ২৬ তারিখ দুপুরে পূর্বাচলের তাকে রেখে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com