হাফসা আক্তার :বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর উদ্যোগে সিভিল এভিয়েশন একাডেমিতে আজ ২৪ নভেম্বর ২০২৫ তারিখে Boarding Bridge Operation Course (Batch-02) এর সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দরে Boarding Bridge Operator হিসেবে কর্মরত ১০ জন অংশগ্রহণকারী ১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এই কোর্সে অংশগ্রহণ করেন।
দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ পরিচালনার দক্ষতা বৃদ্ধি, নিরাপদ অপারেশন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যাত্রী সেবা উন্নত করা। উল্লেখ্য, বোর্ডিং ব্রিজ বিমান ও যাত্রীর সংযোগ তৈরি করে—যা নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং যাত্রীসেবার মানের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তাই এই প্রশিক্ষণ কোর্স অপারেশনাল কার্যক্রমকে আরও কার্যকর ও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সনদ বিতরণী অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন “Boarding Bridge Operation Course বিমানবন্দরের নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিত করার একটি অপরিহার্য প্রশিক্ষণ। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময ভ্রমন নিশ্চিত করতে বোর্ডিং ব্রিজের সঠিক ও দক্ষ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মান অনুসারে বোর্ডিং ব্রিজ পরিচালনা করতে হলে অপারেটরদের প্রযুক্তিগত দক্ষতা, মনোযোগ এবং পরিস্থিতি মূল্যায়নের সক্ষমতা থাকতে হয়—এবং এই কোর্স সেই দক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী তত্ত্বাবধায়ক প্রকৌশলী(ই/এম) চঃদাঃ, জনাব জাহাঙ্গীর আরিফ, নির্বাহী প্রকৌশলী(ই/এম) চঃদাঃ ও জনাব মোঃ খোরশেদুল ইসলাম , নির্বাহী প্রকৌশলী(ই/এম)চঃদাঃ ।