ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি : অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি, এনটিভি ইতালী ব্যুরো প্রধান সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে অঙ্কুর পরিবার বারি শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মাদনেল্লাস্থ স্থানীয় হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাসেল আহমেদ ও হাবিবা আরেফিনের প্রাণবন্ত সঞ্চালনায় সভাপতিত্ব করেন অঙ্কুর বারি শাখার আহবায়ক অনুজ বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমাজ কল্যান সমিতির সভাপতি আব্দুল কাদের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব সালেহ আহমেদ, মুক্তি নাজনীন বাংলাদেশ সমাজ কল্যান সমিতির প্রাক্তন সভাপতি এস এম করিম আনোয়ার, প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি কনোজ বড়ুয়া, ইতালিয়ান নাগরিক সাব্বিনো রাজা, ইতালিয়ান স্থপতি দানিয়েল,কিরন কাদের, শ্রেয়া বড়ুয়া, সংযুক্তা সৌম্য তূর্না, আশরাফুল রহমান, অনুজ বড়ুয়া, সেলিম চৌধুরী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশের মাটিতে বসবাস করে সাংবাদিকতা পেশার মাধ্যমে মনিরুজ্জামান মনির কমিউনিটির মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থেকেছেন বিভিন্নভাবে। আমরা তার এই সহযোগিতার প্রতিদান দিতে পারব না কোনদিন। তিনি তার পেশার মাধ্যমে সব সময় কমিউনিটিতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন।
তারা বলেন, মনিরুজ্জামান মনির প্রবাসে বেড়ে উঠা শিশু-কিশোরদের বাংলা সাংস্কৃতি, কৃষ্টি-কালচার সম্পর্কে ধারণা দিতে প্রায় ১০ বছর ধরে অঙ্কুরের মাধ্যমে শিক্ষার মান্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অঙ্কুরের প্রতিষ্ঠাতা ও প্রধান মনিরুজ্জামান মনির বলেন, প্রবাসে বাংলা কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে প্রবাসের মাটিতে বেড়ে উঠা শিশুদের নিয়ে আমাদের অঙ্কুরের যাত্রা। সকলের প্রচেষ্টা ও সহযোগিতা থাকলে আমরা অঙ্কুরকে বিশ্বের বুকে ধরতে পারবো। নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে দেশের জন্য জীবনবাজি রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এবং অনুষ্ঠানটি আয়োজন করার জন্য বারি শহরের অঙ্কুর পরিবারের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।