বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: চলতি বছরের হজ কার্যক্রম আজ (১৪ সেপ্টেম্বর) সমাপ্ত হচ্ছে। শনিবার ফিরতি হজ ফ্লাইট সকল হাজিদের নিয়ে ফিরে আসবে। সর্বশেষ সৌদিআরব সময় রাত সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ৩৬৭৬) ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর ছেড়ে আসবে। ধর্ম মন্ত্রণালয়ের ঘোষিত ক্যালেন্ডারে আগামীকাল (১৫ সেপ্টেম্বর) সকালে শেষ ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
নাম প্রকাশ না করার শর্তে জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি জানান, আজ বাংলাদেশ সময় সকাল ১১টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৭০টিসহ মোট ৩৩৬টি ফ্লাইটে ১লাখ ১৪ হাজার ২৩৪ জন হাজি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেন।
হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৯৭৭ জন ও সৌদি এয়ারলাইন্স ৫০ হাজার ২৫৭ জন হাজি পরিবহন করে। মোট হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯১৪ জন ও বেসরকারি ১ লাখ ৭ হাজার ৩২০ জন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া যোগে আগত সর্বমোট হাজি ১ লাখ ২৭ হাজার ১শ’ ৫২ জন (ব্যবস্থাপনা সদস্য সহ)। সৌদি আরবে হজযাত্রার প্রথম ফ্লাইট ৪ জুলাই ছেড়ে যায়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট শেষ হয়। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়।
হজ পালন শেষে গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফিরতি ফ্লাইট বাংলাদেশ সময় ১৫ সেপ্টেম্বর।
এদিকে সৌদি আরবে সর্বমোট ১১৭ জন হাজি মারা যান। তাদের মধ্যে পুরুষ ১০০ জন ও নারী ১৭ জন। এদের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও ২ জন জেদ্দায় মারা গেছেন।