ক্রীড়া প্রতিবেদক: ত্রিদেশীয় সিরিজের শুরুটা হয়েছিল ঢাকায়ই। ডাবল রাউন্ড রবিন লিগ সিস্টেমে হওয়া টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ হয় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
লিগের বাকি তিন ম্যাচ খেলতে ঢাকা ছেড়ে চট্টগ্রাম উড়াল দিয়েছিল অংশগ্রহণকারী তিন দলই। টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বও শেষ হয়েছে শনিবার রাতে। এখন বাকি শুধু ফাইনাল ম্যাচটি।
শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলতে ফের ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আজ (রোববার) বাংলাদেশ সময় বেলা পৌনে বারোটার (১১.৪৫) দিকে ঢাকায় নিজেদের টিম হোটেলে পৌঁছেছে বাংলাদেশ।
আগামী মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। বরাবরের মতোই সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
উল্লেখ্য, টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব পুরোপুরি বিপরীত কেটেছে বাংলাদেশ ও আফগানিস্তানের। ঢাকায় দুই ম্যাচ জিতে চট্টগ্রাম গিয়েছিল আফগানরা। সেখানে হেরেছে দুই ম্যাচেই। প্রথমে জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে এবং শনিবার বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল।
অন্যদিকে বাংলাদেশ দল ঢাকা পর্বে খেলা দুই ম্যাচের মধ্যে জিতেছিল একটিতে। তবে চট্টগ্রাম গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানের সহজ জয়ের পর শনিবার আফগানিস্তানকে হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে।