ক্রীড়া প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার নেপালের কাঠমান্ডুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বুধবার ভারত ও শ্রীলংকার মধ্যেকার ম্যাচের ওপর নির্ভর করছে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠবে কারা।
বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৩-০ গোলে হারিয়েছে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ভারত ড্র করলেই সঙ্গী হবে সেমিফাইনালের। আর শ্রীলংকাকে হবে জিততে।
‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভুটান। টুর্নামেন্টের আগের দুইবারের চ্যাম্পিয়ন নেপাল আছে বিপদে। মালদ্বীপের সঙ্গে ড্র করে এবং ভুটানের সঙ্গে হেরে তারা এখন গ্রুপের শেষ ম্যাচের অপেক্ষায়। ভুটানের কাছে মালদ্বীপের বড় ব্যবধানের হারই টুর্নামেন্টে টিকিয়ে রাখতে পারে স্বাগতিকদের।