অনলাইন ডেস্ক: মিডিয়া জার্নালিস্ট ফোরাম (মিজাফ) অব বাংলাদেশ তারকা অ্যাওয়ার্ড লাভ করেছেন শেখ আকতার। কাব্য সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে শেখ আকতারসহ ৩৫ জনের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়; চলচ্চিত্র, নাচ-গান, কবিতাসহ বিভিন্ন শাখায় যাদের বিশেষ অবদান রয়েছে।
ষাটের দশকে কুষ্টিয়ার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেয়া শেখ আকতারের বেড়ে ওঠা সংস্কৃতির হাত ধরেই। কৈশোর-যৌবন পেরিয়েছেন তিনি কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে, কখনও সক্রিয় থেকে, কখনও পরোক্ষভাবে। দীর্ঘ প্রায় দুই যুগ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন তিনি। লেখালেখির বয়স দুই যুগ হলেও পাঠকের হাতে বইয়ের মোড়কে এসেছে বেশ দেরিতে।
এ পর্যন্ত শেখ আকতারের তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে; এর একটি উপন্যাস, দুটি কবিতার। মফস্বল শহরের মধ্যবিত্ত একটি পরিবারের পারিবারিক দ্বন্দ্বকে উপজীব্য করে এগিয়েছে শেখ আকতার রচিত ‘শেষ পর্যন্ত’ উপন্যাসের পটভূমি। অন্যদিকে ‘স্বপ্নে বিভোর যখন’ কাব্যগ্রন্থটিতে জায়গা পেয়েছে ৪৭টি কবিতা; যার বেশিরভাগই মূলত প্রেমনির্ভর। আর সর্বশেষ চলতি বছরের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা ‘ভালোবাসার রঙ’ কাব্যগ্রন্থটি।
অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অভিনেতা প্রবীর মিত্রকে আজীবন সম্মাননা দেয়া হয়। এছাড়া নৃত্য এবং চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অভিনেত্রী অঞ্জনা, সংগীতে ডলি সায়ন্তনী ও এস ডি রুবেল, কবিতায় কুমকুম কবির, কাপ্তান নূরকেও অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন, ব্যবসায়ী ফিরোজুর রহমান ওলিও, কবি আসাদ কামাল, নরসিংদীর মাধবদী পৌরসভা মেয়র মোশাররফ হোসেন মানিক প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ মান্নান বলেন, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা কেউ গান, কেউ নাচ করেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব না করলেও তিনি একজন শিল্পী। তিনি শিল্পের মতোই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।