বিশেষ প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত ও বৌদ্ধ ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোর আত্মার সদগতি কামনা করেন।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সোয়া ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৌদ্ধধর্মীয় গুরু রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
পণ্ডিত সত্যপ্রিয় মহাথের সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম শীর্ষ গুরু ছিলেন। তিনি ২০১৫ সালে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার একুশে পদকে ভূষিত হন। তিনি দীর্ঘদিন ধরে রামুর ফতেখাঁরকুল মেরুংলোয়া কেন্দ্রীয় সীমামহাবিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।