অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: মহাবিপদজনক ঘূর্ণিঝড় ‘ফণী’ ধেয়ে আসছে। এটা নিয়ে যখন গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। ঠিক সেই মুহূর্তে এ আবহাওয়া সংক্রান্ত তথ্য নেয়ার জন্য দেশের একমাত্র আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটটিও হঠাৎ করেই ওপেন হচ্ছে না।
এতে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহের সঙ্গে সম্পৃক্ত মানুষ পড়েছে বেকায়দায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ‘হ্যাঁ। আমাদের ওয়েবসাইটটি হ্যাং করেছে। এখানে একসঙ্গে দেড় লাখ হিট হয়েছে। ফলে এটি হ্যাং হয়ে গেছে।’
কতক্ষণ নাগাদ এই ওয়েবসাইটটি ওপেন হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আইটির লোকেরা আমাদেরকে বলেছে, আগামী ৪ ঘণ্টার মধ্যে এটা খোলা যাবে। তবে আমরা এখনও পরিষ্কার নই কত সময় লাগতে পারে।