নিজস্ব প্রতিবেদক:বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচন আজ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিমানের সদর দফতর বলাকা ভবনসহ ১৯টি ইউনিটে একযোগে ভোটগ্রহণ চলবে।
২৩ শতাধিক ভোটার আজ তাদের পরবর্তী সিবিএ নির্বাচিত করার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে ইউনিয়নগুলো নির্বাচনের প্রচার ও জনসংযোগের কাজ শেষ করেছে। এখন সবার নজর আজকের ভোটে। এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
বর্তমান সিবিএ সভাপতি মশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মন্তাছার রহমানের নেতৃত্বাধীন বিমান শ্রমিক লীগ, (রেজি. ২০২৫), সাজ্জাদ ইজাজের নেতৃত্বাধীন বিমান এমপ্লয়ীজ ইউনিয়ন (১৯১৭) ও শাহজাহানের নেতৃত্বাধীন বিমান শ্রমিক ইউনিয়ন (১৩০৮) প্যানেল আলাদা আলাদা অংশ নিচ্ছে। এ তিনটি ইউনিয়নের মধ্যে যেটা জিতবে সেটাই পরবর্তী দুবছরের জন্য পুরো প্যানেলের সিবিএ গঠন করবে।
জানা গেছে, মোট ১৯টি ইউনিয়নের মধ্যে শুধু ঢাকাতেই ১০টি বাকিগুলো ঢাকার বাইরে।