নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন প্রস্তুতিসহ বিভিন্ন ইস্যুতে কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ৫৩তম সভা অনুষ্ঠিত হবে।
সভায় অন্য আলোচ্য বিষয়গুলো হলো- জাতীয় সংসদ নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আইন, ২০১৯-এর খসড়া পুনর্বিবেচনা করা, গণপ্রতিনিধিত্ব আইনের খসড়া চূড়ান্ত করা, উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য পদে নির্বাচন, স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন, জাতীয় পরিচয়পত্রের তথ্যগোপন বিষয়ক নির্দেশনা, নির্বাচনী প্রশিক্ষণ বাজেট সংক্রান্ত, বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রমের প্রতিবেদন এবং নির্বাচন কমিশনের সঠিক কর্মযজ্ঞের ওপর একটি প্রামাণচিত্র তৈরি করা এবং বিবিধ।