নিজস্ব প্রতিবেদক: বিশ্ব এইডস দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১ ডিসেম্বর) গুলশানের শহীদ ফজলে রাব্বী পার্ক থেকে র্যালিটি বের হয়ে গুলশান-১ নম্বর হয়ে আবার শহীদ ফজলে রাব্বী পার্কে গিয়ে শেষ হয়।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন র্যালিতে নেতৃত্ব দেন।
র্যালি শেষে তিনি বলেন, এইডস-এর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে বিশ্বব্যাপী বিশ্ব এইডস দিবস পালিত হয়। বৈশ্বিক এবং জাতীয় এ কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ডিএনসিসি এ র্যালির আয়োজন করে।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা মারগুব আরেফ জাহাঙ্গীরসহ ডিএনসিসি কর্মকর্তারা।