আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ : যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে একটি স্কুলে গুলিতে এক শিক্ষার্থী নিহত এবং আট শিক্ষার্থী আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার বেলা ২টার দিকে রাজ্যের ডেনভারে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ (এসটিইএম) স্কুলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন ও নিউইয়র্ক টাইমস।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ডগলাস কাউন্টির শেরিফ টনি স্পারলক জানিয়েছেন, হামলার সময় স্কুলে প্রায় ১ হাজার ৮৫০ শিক্ষার্থী ছিল। স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে ১২ গ্রেড পর্যন্ত ক্লাস নেওয়া হয়।
তিনি জানিয়েছেন, দুই সন্দেহভাজন দুটি পিস্তল নিয়ে স্কুলে প্রবেশ করে দুটি ক্লাসরুমে গুলি করে। এতে ঘটনাস্থলেই ১৮ বছরের এক ছাত্র নিহত হয়।
কাউন্টির হাইল্যান্ড র্যাঞ্চ এলাকার ওই স্কুলে গুলির পর সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে একজন তরুণ এবং অপরজন প্রাপ্তবয়স্ক। দু’জনই ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।
আটক দুজনের একজন ডেভন এরিকসন (১৮) বলে জানান শেরিফ। তবে তার কোনো ছবি প্রকাশ করা হয়নি অধিকতর তদন্তের স্বার্থে।
হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হাইল্যান্ড র্যাঞ্চের যে স্কুলে হামলা হয়েছে সেটি কলামবাইন হাই স্কুল থেকে আট কিলোমিটার দূরে। ২০ বছর আগে ১৯৯৯ এই কলাম্বাইন স্কুলে দুই ছাত্রের গুলিতে ১৩ জন নিহত হয়েছিল।
পরে হামলাকারী ওই দুই ছাত্রও আত্মহত্যা করে। ওই ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্কুলে অন্যতম প্রাণঘাতী ঘটনা হয়ে আছে।
এছাড়া ২০১২ সালে ডেনভারেরই অপর একটি শহরে একটি সিনেমা হলের গুলিতে ১২ জন নিহত ও বহু আহত হয়েছিল।